Wellcome to National Portal
Main Comtent Skiped

সেবার তালিকা
  • মহাসড়ক উন্নয়ন ও সম্প্রসারণ এবং সেতু নির্মাণ ও উন্নয়নের জন্য মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/জাতীয় সংসদ সদস্য, সরকারী কর্মকর্তা, বিশিষ্ট নাগরিকগণ কর্তৃক অনুরোধ/আবেদনের উপর ব্যবস্থা গ্রহণ।
  • সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন মহাসড়ক, সেতু ও কালভার্ট মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য বিশিষ্ট নাগরিকগণ কর্তৃক অনুরোধ/আবেদনের উপর ব্যবস্থা গ্রহণ।
  • ফেরী স্থাপনের জন্য মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/জাতীয় সংসদ সদস্য, সরকারী কর্মকর্তা, বিশিষ্ট নাগরিকগণ কর্তৃক অনুরোধ/আবেদনের উপর ব্যবস্থা গ্রহণ।
  • সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়ক বিভাগের অনুকূলে ভূমি অধিগ্রহণের (উন্নয়ন প্রকল্প ব্যতীত) প্রশাসনিক অনুমোদনের ব্যবস্থা গ্রহণ।
  • সড়ক ও জনপথ অধিদপ্তরের মালিকানাধীন সাময়িক অব্যবহৃত ভূমি অস্থায়ী ভিত্তিতে ইজারার অনুমতি প্রদানের ব্যবস্থা গ্রহণ।
  • সড়ক ও জনপথ অধিদপ্তরের মালিকানাধীন ভূমি ও স্থাপনায় অস্থায়ী ভিত্তিতে বিজ্ঞাপন, বিলবোর্ড, ভাস্কর্য, স্মৃতিস্মারক ইত্যাদি স্থাপনের অনুমোদনের ব্যবস্থা গ্রহণ।
  • সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন মহাসড়ক ও সেতুর নামকরণ ও পুন:নামকরণ অনুমোদনের জন্য সড়ক ও মহাসড়ক বিভাগে প্রেরণ।
  • সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন নতুন মহাসড়ক/সেতুর টোল নির্ধারণের প্রস্তাব অনুমোদন।
  • অধিদপ্তরের আওতাধীন জোনের প্রকল্প ভিত্তিক উন্নয়ন বরাদ্দ উপযোজন/পুন:উপযোজন/সংশোধন।
  • অধিদপ্তরের আওতাধীন সড়ক নির্মাণ উপকরণ যেমন- রোলার, পে-লোডার, সয়েল কম্পেক্টর, ওয়াটার ট্যাংকার প্রভৃতি ভাড়া প্রদান।

ক্রমিক নং

সেবার বিবরণ

অনুসন্ধানের জন্য যোগাযোগ

১.

সিএনজি ফিলিং স্টেশন/রূপান্তর কারখানা এবং পেট্রোল/ডিজেল পাম্প স্থাপন, আবাসিক বাণিজ্যিক/শিল্প কারখানার জন্য প্রবেশ পথ এবং সামাজিক বনায়ন ও মৱস চাষের জন্য সড়ক ও মহাসড়কের পার্শ্বের জমি স্বল্প ও দীর্ঘ মেয়াদে লীজ প্রদান

তত্ত্বাবধায়ক প্রকৌশলী

এম.আই.এস.এন্ড এস্টটস সার্কেল, ঢাকা

২.

সড়ক গবেষণাগারে বিভিন্ন উপকরনের পরীক্ষাকরণ সংক্রান্ত

পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) সড়ক গবেষনাগার, মিরপুর, ঢাকা

৩.

সড়ক গবেষনাগারে বিভিন্ন উপকরণের পরীক্ষার জন্য ব্যবহৃত বিভিধ যন্ত্রপাতির ভাড়ায় সরবরাহ

পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) সড়ক গবেষনাগার, মিরপুর, ঢাকা

৪.

সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ব্যবহৃত বিভিন্ন যানবাহন ও যন্ত্রপাতির ভাড়ায় সরবরাহ

তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সরঞ্জাম নিয়ন্ত্রণ ও সংগ্রহ সার্কেল, ঢাকা

৫.

জেলা ওয়ারী টোল সেতু/সড়কের অবস্থান

সংশ্লিষ্ট জেলার নির্বাহী প্রকৌশলী

৬.

জেলা ওয়ারী ফেরী সার্ভিস

সংশ্লিষ্ট জেলার নির্বাহী প্রকৌশলী

৭.

আর এইচ ডি ট্রেনিং সেন্টারে ট্রেনিং সংক্রান্ত তথ্যাদি

পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) সওজ প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা

৮.

অভিযোগ ও পরামর্শ সংক্রান্ত

তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রশাসন ও সংস্থাপন, ঢাকা

সৌজন্যে: সড়ক বিভাগ, লালমনিরহাট