লালমনিরহাট সড়ক বিভাগ, লালমনিরহাট জেলার আওতায় মানসম্পন্ন, নিরাপদ ও টেকসই মহাসড়ক এবং সংশ্লিষ্ট অবকাঠামো বিনির্মাণ ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। গত তিন অর্থবছরে এ সড়ক বিভাগ কর্তৃক ৩৩.৬১ কিলোমিটার সড়ক মজবুতিকরন, ৭.৩৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, সার্ফেসিং ৯১.২৫ কিলোমিটার, ১৯.৭৪ কিলোমিটার মেরামতসহ সীলকোট, ৯.৭৪ কিলোমিটার রিজিড পেভমেন্ট, ৪৫ মিটার নতুন সেতু/কালভার্ট নির্মাণ, ১০৬ মিটার সেতু/কালভার্ট পুন:নির্মাণ, ৩.২৫ কিলোমিটার হার্ডসোল্ডার, ড্রেইন, রিটেইনিং ওয়াল ইত্যাদি নির্মাণ করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS