|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, সওজ সড়ক বিভাগ, লালমনিরহাট। ফোন- ০৫৯১-৬১৭৭০ ইমেইল:eerhdlal@yahoo.com
|
|
স্মারক নং-৩৫.০১.৫২০০.৪৪০.৪১.০০৩.২২ তারিখঃ-
“সীমিত দরপত্র পদ্ধতিতে ঠিকাদার তালিকাভূক্তি/ লাইসেন্স নবায়ন বিজ্ঞপ্তি”
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সড়ক বিভাগ, লালমনিরহাট কর্তৃক পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ এর আলোকে সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিচালন (রাজস্ব) বাজেটের আওতায় সীমিত দরপত্র পদ্ধতি প্রয়োগের মাধ্যমে প্রতিক্ষেত্রে ৫০.০ (পঞ্চাশ) লক্ষ টাকা পর্যন্ত প্রাক্কলিত মূল্যের অভ্যন্তরীণ কার্য (NCT-Works) সম্পাদনের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ঠিকাদার তালিকাভুক্তি/লাইসেন্স নবায়ন করা হবে। সিপিটিইউ কর্তৃক নির্ধারিত আবেদন ফরম অত্র দপ্তর হতে আগামী ১১/০৭/২০২৩খ্রিঃ হতে ৩১/০৮/২০২৩খ্রিঃ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সরবরাহ করা হবে। ১,০০০.০০ (এক হাজার) টাকার অফেরত যোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট/চালান নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগ, লালমনিরহাট এর অনুকূলে জমা প্রদান করে অথবা মানি রিসিটের মাধ্যমে ১,০০০.০০ (এক হাজার) টাকা পরিশোধ করে আগ্রহী ব্যক্তি/ প্রতিষ্ঠান নির্ধারিত আবেদনপত্র (ডকুমেন্ট) সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত আবেদনপত্র (ডকুমেন্ট) সঠিক ভাবে পুরণ পূর্বক প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ৩১ আগষ্ট ২০২৩খ্রিঃ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে অত্র দপ্তরে জমা প্রদান করতে হবে। সীমিত দরপত্র পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ এর বিধি ৬৩ অনুসরণ যোগ্য এবং এ তালিকা ভূক্তি করণ দরপত্র আহবান/ কাজ প্রদানের নিশ্চয়তা বিধান করে না।
উল্লেখ্য যে, ইতোপূর্বে অত্র দপ্তরের তালিকা ভূক্ত ঠিকাদারগণ ২০২৩-২০২৪ অর্থ বছরে লাইসেন্স নবায়ন ফি বাবদ টাকা-২,০০০/- (টাকা দুই হাজার মাত্র) + ১৫% ভ্যাট (৩০০.০০ টাকা) আগামী ৩১/০৮/২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে অত্র দপ্তরে জমা পূর্বক বিনা জরিমানা লাইসেন্স নবায়ন করার জন্য অনুরোধ করা হলো।
(খালিদ সাইফুল্লাহ সরদার)
পরিচিতি নং- ৬০২২৮৭
নির্বাহী প্রকৌশলী (চ:দা:), সওজ
সড়ক বিভাগ, লালমনিরহাট।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS