গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, সওজ
সড়ক বিভাগ, লালমনিরহাট।
ফোন ও ফ্যাক্স- ০৫৯১-৬১৭৭০
ইমেইল: eerhdlal@yahoo.com
স্মারক নং-৩৫.০১.৫২০০.৪৪০.৯৯.০০১.২৪-৮০৮ তারিখ: ০৬-০৬-২০২৪
গণ বিজ্ঞপ্তি
এতদ্বারা জানানো যাচ্ছে যে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সম্পত্তি শাখার স্মারক নং- ৩৫.০১.০০০০.০২৩.১৮.০০৯.২৪-১১১; তারিখ: ১৬-০৫-২০২৪ খ্রি: ও নির্বাহী প্রকৌশলীর, সওজ, ল্যান্ড রেকর্ড এন্ড একুইজিশন বিভাগ, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা এর স্মারক নং- ৩৫.০১.০০০.৩৭৫.১৮.৬৪৯.২৪-২৩১; তারিখ: ১৬/০৫/২০২৪ এর নির্দেশনা মোতাবেক লালমনিরহাট সড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়কের পাশে স্থাপিত রিফুয়েলিং স্টেশনের (প্রবেশপথ) এবং ব্যক্তি মালিকানাধীন ভূমিতে স্থাপিত রিফুয়েলিং স্টেশনে যাতায়াত প্রবেশ পথের জায়গা যে সকল ব্যক্তি/প্রতিষ্ঠান ইজারা গ্রহন করেননি সে সকল মালিকানাধীন প্রতিষ্ঠানকে দ্রুত ইজারা গ্রহন এবং ইজারাকৃত যে সকল ইজারাদার ২০২২-২০২৩ পর্যন্ত ইজারা নবায়ন করেননি তাদেরকে জুন ২০২৪ এর মধ্যে সকল বকেয়াসহ ইজারা মাশূল পরিশোধ করে নবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো।
(খালিদ সাইফুল্লাহ সরদার)
পরিচিতি নং- ৬০২২৮৭
নির্বাহী প্রকৌশলী (চ:দা:), সওজ
সড়ক বিভাগ, লালমনিরহাট।
অনুলিপি (সদয় কার্যার্থে ও জ্ঞাতার্থে) :
১। অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সওজ, রংপুর জোন, রংপুর।
২। তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সওজ, সড়ক সার্কেল, রংপুর।
৩। নির্বাহী প্রকৌশলীর, সওজ, ল্যান্ড রেকর্ড এন্ড একুইজিশন বিভাগ, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা।
৪। উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ, সড়ক উপ-বিভাগ, লালমনিরহাট।
৫। সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা।
৬। সম্পাদক, দৈনিক আমার বার্তা, বিএস প্রিন্টিং প্রেস ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সূত্রাপুর, ঢাকা।
[৩ কলাম ৫ ইঞ্চি সাইজে ০১(এক) দিন প্রকাশের জন্য অনুরোধ করা হলো]
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS